রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:৩১:১২

ইরানের পাশে দাঁড়িয়ে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে ক'ড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানের পাশে দাঁড়িয়ে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে ক'ড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান সং'ঘা'ত বিষয়ে বিশ্বের প্রভাবশালী তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সত'র্ক'তামূলক ক'ড়া হুঁশি'য়ারি দিয়েছে রাশিয়া। পরমাণু ইস্যুতে ইউরোপের এ তিন দেশ ইরানের বি'রু'দ্ধে যে বিদ্বে'ষপূর্ণ পথ বেছে নিতে যাচ্ছে সে ব্যাপারে এই হুঁশি'য়ারি বার্তা।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণ'বিক শ'ক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ইউরোপকে এ স'ত'র্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ইরানের বি'রু'দ্ধে বিদ্বে'ষপূর্ণ পথ বেছে নেয়ার ব্যাপারে আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে স'ত'র্ক করে বলেছি, এই ধরনের পথ বেছে নিলে তাতে নেতি'বাচক প্রভাব পড়বে বেশি।’

এর আগে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্রতি'ক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ক'ড়া হুঁ'শিয়া'রি দিয়েছিল রাশিয়া। দেশটি বলেছিল, যুক্তরাষ্ট্র যদি আরও অগ্র'সর হয় তাহলে পরমাণু যু'দ্ধের মতো বিপ'জ্জ'নক পরি'স্থিতি সৃষ্টি হবে। সূত্র: আইআরআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে