রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৭:৩৯

ভারতে খুলে দেওয়া হলো ১৭০ বছর পুরানো মসজিদের দরজা

ভারতে খুলে দেওয়া হলো ১৭০ বছর পুরানো মসজিদের দরজা

আন্তর্জাতিক ডেস্ক : এনআরসি ও সিএএ নিয়ে যখন সরকারের বি'রু'দ্ধে ধর্মীয় বিভা'জনের অভিযোগ তুলছে দেশবাসী, তখন সব ধর্মের মানুষের জন্য মসজিদের দ্বার উন্মুক্ত করে দিয়ে দেশের মানুষের মন জয় করে নিলো বাঙ্গালুরের মোদি মসজিদ। ১৭০ বছর পর বাঙ্গালুরের মোদি মসজিদের দ্বার উন্মুক্ত করে দিয়ে এনআরসি, সিএএ এর মুহূর্তেও সম্প্রীতির বার্তা দিলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।

এদিন রবিবার রহমত গ্রুপের উদ্যোগে মোদি মসজিদের দ্বার খুলে দেওয়া হয় সকল ধর্মের মানুষদের জন্য। প্রায় ৪০০ জনের বেশি অমুসলিম সম্প্রদায়ের মানুষ প্রবেশ করেন ১৭০ বছরের পুরনো এই মসজিদে। বিভিন্ন ধর্মের এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর, থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা এদিন উপস্থিত ছিলেন মসজিদে। তবে বি'ত'র্ক এড়াতে উদ্যোক্তাদের তরফ থেকে এনআরসি ও সিএএ সহ কোনোপ্রকার রাজনৈতিক আলোচনার উপর জারি করা হয় নিষে'ধা'জ্ঞা।

যদিও রহমত গ্রুপের এক প্রতিনিধিকে এই ধরণের উদ্যোগের কারণ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি জানান যে এর সাথে কোনও রাজনৈতিক যোগ নেই। তিনি বলেন "এই অনুষ্ঠানটি সম্পূর্ণই অরা'জনৈ'তিক। মুসলিম ধর্ম এবং মসজিদ সম্পর্কে অনেকেরই অনেক ভ্রা'ন্ত ধারণা আছে। আমরা অমুসলিম মানুষকে মুসলিম ধর্ম ও মসজিদের আচারানুষ্ঠান সম্বন্ধে অবগত করার জন্যই এই উদ্যোগ নিয়েছিলাম।" সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে