সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪:১৬

কাশ্মীরে গণভোট হোক, তারাই ঠিক করুক সঙ্গে থাকবে নাকি স্বাধীন হবে : ইমরান খান

কাশ্মীরে গণভোট হোক, তারাই ঠিক করুক সঙ্গে থাকবে নাকি স্বাধীন হবে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর নিয়ে এবার সুর নরম করল পাকিস্তান। টানা বিক্ষোভের চাপে পড়ে এবার সেখানে গণভোটের আয়োজন করতে চায় পাকিস্তান সরকার। এ ব্যাপারে ইমরান খান বলেন, দেশের মানুষ এসে দেখে যান কাশ্মীরের পরিস্থিতি কী। সরকার চায় আজাদ কাশ্মীরে গণভোট হোক। সেখানকার মানুষই ঠিক করুন তারা পাকিস্তানের সঙ্গে থাকবেন নাকি স্বাধীন হয়ে যাবেন।

ইমরান খান বৃহস্পতিবার আরও বলেন, আজাদ কাশ্মীরের অবাধ নির্বাচন হয়েছে। একটি নির্বাচিত সরকার গঠন হয়েছে সেখানে। দেশের অন্যান্য প্রদেশের মতো তাদেরও অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমি আগে যা বলেছি, এখনও তা বলছি-দুনিয়ার যেকোনও প্রান্ত থেকে মানুষ এসে দেখে যান। কেমন রয়েছেন আজাদ কাশ্মীরের মানুষ। দায়িত্ব নিয়ে বলতে পারি আজাদ কাশ্মীরের তারা আসতে পারলেও ভারতীয় কাশ্মীরে তারা যেতে পারবেন না। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে