সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৫:১৩

সুর'ঙ্গ দিয়ে কারাগার থেকে একসঙ্গে পা'লাল ৭৫ ব'ন্দি

সুর'ঙ্গ দিয়ে কারাগার থেকে একসঙ্গে পা'লাল ৭৫ ব'ন্দি

আন্তর্জাতিক ডেস্ক: কারাগার থেকে পা'লিয়ে গেল সন্ত্রা'সী কার্যক্র'মের অভি'যোগে সা'জাপ্রাপ্ত ৭৫ বন্দি। চাঞ্চ'ল্যকর এ ঘটনা ঘটেছে ব্রাজিল সীমা'ন্তের নিকটবর্তী দেশ প্যারাগুয়ের পেড্রো জুয়ান ক্যাবালেরো শহরে। খবর বিবিসি বাংলার।
বিবিসি জানিয়েছে, পা'লিয়ে যাওয়া ব'ন্দিদের বেশিরভাগই ব্রাজিলের সবচেয়ে বড় সংগঠিত ক্রি'মিন্যা'ল গ্যাং' দ্য ফা'র্স্ট কমা'ন্ড অব দ্য ক্যাপিটালের (পিপিসি) সদস্য।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারাগার থেকে বাইরে বের হওয়ার একটি গো'পন সুড়'ঙ্গ দিয়ে এসব দুর্ধ'ষ স'ন্ত্রা'সীরা পা'লিয়ে যায়।যদিও ব'ন্দিদের অধিকাংশই প্রধান ফট'ক দিয়ে পা'লিয়েছে দাবি কারা কর্তৃপক্ষের।

তাদের পা'লানোতে বেশ কয়েকজন কারার'ক্ষী জ'ড়িত বলে অভি'যোগ উঠেছে। কারা কর্তৃপক্ষের এমন দাবির পরিপ্রে'ক্ষিতে তদ'ন্ত করে কারা অভ্য'ন্তরে একটি গোপ'ন সুড়'ঙ্গের সন্ধা'ন পান তদ'ন্তকারী কর্মকর্তারা।
এ বিষয়ে সরকার পক্ষের বক্তব্য, কারার'ক্ষীরা ব'ন্দিদের পা'লিয়ে যেতে সাহায্য করেছেন। আর সে কথা ধা'মাচা'পা দিতেই এ সুড়'ঙ্গ তৈরি করে ঘট'না ভিন্ন দিকে প্রবা'হের চেষ্টা চালানো হচ্ছে।

রোববারই প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিডস অ্যাসিভেডো বলেন, ‘আমরা এ ঘটনায় একটি সু'ড়ঙ্গের সন্ধা'ন পেয়েছি। কিন্তু আমরা মনে করি এটি ব'ন্দিদের পা'লিয়ে যেতে সাহায্য করার ঘট'নাকে ধা'মাচা'পা দেয়ার প্রচেষ্টা মাত্র।’
এদিকে এ ঘটনায় ওই কারাগারের সব কর্মকর্তাকে চাকরি থেকে বরখা'স্ত ও গ্রেফ'তারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ের স্প্যানিশ ভাষার একটি পত্রিকা।পত্রিকাটি বলছে, ঘটনার তদ'ন্ত রিপো'র্টপ্রাপ্তির পর দেশটির আইনমন্ত্রী সেসিলিয়া পেরেজ এবিসি কার্ডিনাল রেডিওকে বলেন, ‘ওই কারাগারের দ্বিতীয় তলার ব'ন্দিরাও পা'লিয়েছেন। তদ'ন্ত রিপো'র্টে আমরা সেই সেলটি খোলা অবস্থায় পেয়েছি। একজন বন্দিকে পালাতে সহযো'গিতা করলে বিনিময়ে ৮০ হাজার মার্কিন ডলার নেয়া হয়েছে বলে ত'থ্য পেয়েছি আমরা।’

প্রসঙ্গত, ব্রাজিলের ক্রি'মিন্যা'ল গ্যাং' দ্য ফা'র্স্ট কমা'ন্ড অব দ্য ক্যা'পিটাল (পিপিসি) সাও পাওলোভিত্তিক একটি সংগ'ঠন। প্রায় ৩০ হাজার সদস্য রয়েছে এদের।ব্রাজিল সীমান্ত দিয়ে সংগঠনটি প্রতিবেশী দেশ প্যারাগুয়ে, বলিভিয়া ও কলম্বিয়ায় অ'স্ত্র ও মা'দ'ক পা'চার করে থাকে গো'য়েন্দা ত'থ্যে উ'ঠে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে