সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১৬:৫৪

ভারত শুধুমাত্র হিন্দুদের জন্যই : আরএসএস প্রধান

ভারত শুধুমাত্র হিন্দুদের জন্যই : আরএসএস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শুধুমাত্র হিন্দুদের জন্যই, এদেশের ১৩০ কোটি মানুষ হিন্দু। ফের বি'ত'র্কিত মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে এই মুহূর্তে সারা দেশে চলছে বিক্ষো'ভ প্র'তিবা'দ। তারই মাঝে রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবত সুর চড়ালেন। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস প্রধানের এই মন্তব্য কতটা সাংবিধানিক,‌ তা বিবেচনা করা প্রয়োজন।

উত্তরপ্রদেশের বরেলিতে একটি সভায় গিয়ে ভাগবত বলেন, '‌সকলকে হিন্দু বলা মানে এই নয় সকলের ধর্ম বা ভাষা পরিবর্তন করতে হবে। হিন্দুত্ব অতি পবিত্র একটি বিষয় এবং আমরা সকলেই আমাদের প্রাচীন ইতিহাসের উপরে শ্রদ্ধাশীল। এই দেশের সংবিধান রচনা করা হয়েছিল উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করে। ইজরায়েলের কাছ থেকে শিখতে হবে কিভাবে তারা তাদের স্বাধীনতার জন্য লড়াই করে, আজ বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে নিজেদের প্রমাণ করেছে।'‌ 

আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছিলেন, কাশী কিংবা মথুরা কোনও দিনই আরএসএসের ইস্যু ছিল না। আগামীদিনে এই দুটি বিষয় আরএসএসের ইস্যু হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে আগামী দিনে দুই সন্তান গ্রহণের আইন নিয়ে সংঘ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মোহন। বৈঠকে আরএসএস প্রধান জানিয়েছেন, দুই সন্তান আইনের জন্য দেশজুড়ে সচেতনতা তৈরি করবে আরএসএস। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে