শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৩:১৮

বড়দিনের লটারিতে ৪ লাখ ইউরো জিতে নিলেন এক মুসলিম শরণার্থী

বড়দিনের লটারিতে ৪ লাখ ইউরো জিতে নিলেন এক মুসলিম শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ স্পেনে মহাধুমধাম উদযাপিত হচ্ছে বড়দিন। কিন্তু সেখানকার মুসলিম শরণার্থীরাও যেন এই উৎসব থেকে বিচ্ছিন্ন ছিল না। তার প্রমাণ পয়ত্রিশ বছর বয়সী সেনেগাল। তিনি একজন শরণার্থী। কিন্তু বড়দিনের এক লটারিতে ৪ লাখ ইউরো জিতে নিয়েছেন তিনি। অথচ ২০০৭ সালে নিজ স্ত্রীকে নিয়ে ৬৫ জনের অবৈধ অভিবাসী প্রত্যাশী একটি কাঠের নৌকায় করে স্পেনের এক উপকূলে যখন পৌঁছান তখন তিনি ছিলেন প্রায় নিঃস্ব। আজ লটারি পেয়ে রাতারাতি কপাল খুলে গেছে ইমাজেন দে এনগানিয়ে নামে শনাক্ত হওয়া ওই শরণার্থীর। 'এল গরদো' নামে স্পেনিশ ওই জনপ্রিয় লটারির ড্র অনুষ্ঠিত হয় গত ২২ ডিসেম্বর মঙ্গলবার। লটারির মোট প্রাইজমানি ৬৩০ মিলিয়ন ইউরো। এর একটি অংশ লাভ করেছেন সেনেগালের ওই শরণার্থী। লটারি লাভকে স্পেনিশ উদ্ধারকর্মীদের প্রতি উৎসর্গ করেছেন এনগানিয়ে। এই উদ্ধারকর্মীরাই তার ও তার স্ত্রীকে সমুদ্র উপকূল থেকে উদ্ধার করে সেবা শুশ্রুষা দিয়েছিল। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে