শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:০৯:২৩

যুবকের জীবন বাঁচিয়ে অনন্য নজির তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

যুবকের জীবন বাঁচিয়ে অনন্য নজির তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক : ইস্তাম্বুলে একটি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যায় উদ্যত এক যুবকের জীবন বাঁচালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। ইউরোপ আর এশিয়াকে যুক্ত করা বসফরাস ব্রিজের একটি রেলিং বেয়ে উপরে উঠে মধ্যবয়সী ওই লোকটি আত্মহত্যার হুমকি দেন। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে এরদোগানের গাড়িবহর সে সময় ব্রিজটি অতিক্রম করছিল। এ সময় তিনি লোকটিকে ঘিরে মানুষের ভীড় দেখে তার ড্রাইভারকে গাড়ি থামাতে নির্দেশ দেন এবং লোকটিকে তার কাছে ডেকে আনতে বলেন। টেলিভিশনের ছবিতে দেখা যায়, এরদোগানের স্টাফরা তাকে প্রেসিডেন্টের সাথে কথা বলতে বলেন। এরপর তাকে রেলিং থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পারিবারিক সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন লোকটি। পুলিশ কয়েক ঘণ্টা ধরে তাকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা থেকে নিবৃত্ত করার চেষ্টা করছিল। ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা তাকে বলেন যে প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলতে চান। এতে প্রথমে তিনি কিছুটা বিভ্রান্ত হলেও পরে গাড়িতে বসা প্রেসিডেন্টকে দেখে নীচে নেমে আসেন। প্রেসিডেন্টকে কাছে পেয়ে তিনি কেঁদে ফেলেন এবং শ্রদ্ধার নিদর্শনস্বরূপ এরদোগানের হাতে চুম্বন করেন। এরদোগান তাকে সাহায্যের ঘোষণা দেন। সূত্র: বিবিসি ও নিউইয়র্ক টাইমস ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে