শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:১৬:৩৬

বিমান হামলায় সিরিয়ার শীর্ষস্থানীয় বিরোধী নেতা নিহত

বিমান হামলায় সিরিয়ার শীর্ষস্থানীয় বিরোধী নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার অন্যতম শক্তিশালী বিরোধী গোষ্ঠী জয়েশ আল-ইসলামের প্রধান এবং আরো কয়েকজন নেতা বিমান হামলায় মারা গেছেন। পূর্ব দামেস্কে শুক্রবার একটি বৈঠক চলাকালে রকেট হামলায় সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহরুন আলৌস (৪৪) এবং অন্যরা মারা যান বলে জানিয়েছেন বিদ্রোহী এবং সিরিয়ান আর্মি। সৌদি সমর্থিত এই ইসলামপন্থী গোষ্ঠীটি দেশটির পূর্বাঞ্চলের গ্রামীণ এলাকায় ছিল অন্যতম বড় বিরোধী সংগঠন। সম্প্রতি রিয়াদে সিরিয়ার সরকারের সাথে শান্তি আলোচনার জন্য বিরোধী দলগুলোর বৈঠকে অংশ নেয় তারা। সৌদি আরবের আল-আরাবিয়া টিভি জানায়, জয়েশ আল-ইসলামের কমান্ডারদের বৈঠকে রকেট আঘাত হানলে দলটির উপপ্রধানও মারা যান। সিরিয়ার সরকার আলৌস হত্যার দায় স্বীকার করেছে। তবে কয়েকটি সূত্র বলছে, রাশিয়ার বিমান হামলায় তিনি মারা গেছেন। আলৌসের মৃত্যুকে সিরিয়ার বিরোধী দলগুলোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। তিনি ২০,০০০ সশস্ত্র সদস্যের নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে সিরীয় স্বৈরশাসক বাশার আল-আসাদের জন্য আসন্ন হুমকি হিসেবে দেখা হতো। আবু হাম্মাম বুওয়াইদানি আলৌসের স্থলাভিষিক্ত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: বিবিসি, আলজাজিরা ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে