তুচ্ছ ঘটনায় মসজিদে ভাঙচুর
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ প্রদেশ কর্সিকায় একটি মসজিদে ঢুকে ভাংচুর চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এখানেই শেষ নয়, তারা ৫০টি পবিত্র কোরআন রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে এবং কেয়কটি কপিতে আগুন ধরিয়ে দিয়েছে।
অগ্নিনির্বাপক কর্মীদের উপর হামলার অভিযোগে এই ঘটনা ঘটানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বৃত্তরা প্রদেশের রাজধানী আজাসিওতে অবস্থিত মসজিদে রক্ষিত প্রায় ৫০টি পবিত্র কোরানের কপি রাস্তায় ছুঁড়ে ফেলে এবং কয়েকটি কপিতে আগুন দেয়ার চেষ্টা করেছিল।
বৃহস্পতিবার রাতে আজাসিওর পাশে অপেক্ষাকৃত নিম্নবিত্ত এলাকায় কিছু হুডি পরিহিত কথিত মুসলিম তরুণ অগ্নিনির্বাপক কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে ২ কর্মী ও ১ পুলিশ সদস্য আহত হন।
এরপরই একশর’ও কম লোক একত্রিত হয়ে মুসলিম বিরোধী স্লোগান দিতে থাকে। তারা স্লোগান দিচ্ছিল ‘আরবরা ফিরে যাক, এটা আমাদের দেশ’। হঠাৎ তারা পাশে স্থাপিত মসজিদে অতর্কিতে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে।
ফ্রান্স সরকার উভয় ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দেয়ার আশ্বাস প্রদান করেছে। সূত্র: বিবিসি
২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�