বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০৮:১১:০২

কাউকে তাড়াতে চাইলে আগে আমাকে দেশছাড়া করতে হবে : মমতা ব্যানার্জী

কাউকে তাড়াতে চাইলে আগে আমাকে দেশছাড়া করতে হবে : মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন বিরো'ধী আন্দো'লনের এবার পাহাড়েও। দার্জিলিং-এ মিছিল করলেন খো'দ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গোর্খা সম্প্রদায়ের কাউকেই দেশ ছেড়ে যেতে হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। মুখ্য়মন্ত্রীর হুঁ'শিয়া'রি, 'কাউকে তা'ড়াতে চাইলে আগে আমাকে দেশছাড়া করতে হবে।' 

উত্তরবঙ্গ উত্‍সবের উদ্বোধন করতে সোমবার শিলিগুড়ি পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবঙ্গের শিলিগুলি থেকে দার্জিলিং-এ গিয়েছেন তিনি। বুধবার সিএএ-র প্র'তিবাদে ভানুভবন থেকে কাকঝো'রা পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী। মিছিলে হাঁটলেন গোর্খা জনমুক্তি মোর্চা, বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা। মিছিল শেষে জনসভা থেকে স্বভাবসি'দ্ধা ভ'ঙ্গিতে নাগরিকত্ব আইন নিয়ে সুর চ'ড়ান মুখ্যমন্ত্রী। 

মমতা বলেন, 'আসামে এনআরসি করে বহু বাঙালি এবং গোর্খাদের নাম বাদ দেওয়া হয়েছে। এখন দার্জিলিংয়ে বি'পদের দিন। তবে সংশো'ধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে এ রাজ্যে কিছুতেই কোনও গোর্খাকে বিতা'ড়িত হতে দেব না। কোনও উপজাতির নাগরিককে বাংলা থেকে তাড়াতে দেব না। দেশ ভাগ করতে দেব না। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।" 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে