শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৩:২৫

সৌদিতে ১৫২ জনকে শিরচ্ছেদ

সৌদিতে ১৫২ জনকে শিরচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ২০১৫ সালে বিভিন্ন অপরাধের গুরুদণ্ড হিসেবে ১৫২ জনকে শিরচ্ছেদ করা হয়েছে। এ বছরই দেশটিতে সবচেয়ে বেশি শিরচ্ছেদের ঘটনা ঘটেছে। দাম্মামে বৃহস্পতিবার সাদ বিন মোহাম্মদ আল-ওথম্যান নামের একজনের শিরশ্ছেদ করা হয়। এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এ বছর শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ১৫২ টিতে পৌঁছেছে। মানবাধিকার-বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত দুই দশকের মধ্যে এ বছর শিরশ্ছেদের সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৪ সালে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ছিল ৮৭। ১৯৯৫ সালে দেশটিতে সর্বোচ্চ ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে শিরশ্ছেদের ঘটনা ৯০ টির বেশি হওয়াটা বিরল। এভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়ে যাওয়ার কারণটি এখনো পরিষ্কার নয়। সৌদিতে ধারালো তরবারি দিয়ে মাথা কেটে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, গত বছরে ইরান ও চীনের পর তৃতীয় দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ সৌদি আরব। খুন, মাদক দ্রব্য পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। অবশ্য মানবাধিকার বিশেষজ্ঞরা দেশটির বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। সূত্র: এএফপি। ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে