বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০১:২১:৩৮

রকেট হা'মলার পর ফের ত্রিপলী বিমানবন্দর ব'ন্ধ

রকেট হা'মলার পর ফের ত্রিপলী বিমানবন্দর ব'ন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপলীতে একমাত্র কার্যকরী বিমানবন্দরটি রকেট হা'মলার পর বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার বিমানবন্দরটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তিউনিস থেকে একটি বিমান ত্রিপলীর মিটিগা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল পরে সেটি পূর্ব ত্রিপলীর শহর মিসরাতায় চলে গেছে। 

যেটি ত্রিপলী থেকে ২০০ কিলোমিটার দূরে। বিমানবন্দর তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক। ১৪ মাস আগে বিমানবন্দরটিতে বিমান হা'মলার পরে এটি ব'ন্ধ করে দেয়া হয়। পরে মিটিগা বিমানবন্দরটি জানুয়ারিতে পুনরায় চালু করা হয়েছিল। 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দেশটির বিদ্রো'হী নেতা খলিফা হাফতারের সং'ঘ'র্ষ চলে আসছে। মিশর এবং সংযুক্ত আরব আমিরাত অনেকদিন ধরেই জেনারেল হাফতারকে সমর্থন করছে। সাম্প্রতিক সময়ে তিনি কয়েকবার রাশিয়ায় গেছেন। লিবিয়ার উপকূলের কাছে একটি রুশ বিমানবাহী যু'দ্ধজাহাজে তাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছিল। ত্রিপলিতে অভি'যানের নি'ন্দা করে নিরা'পত্তা পরিষদে এক প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে