বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪:০৭

নেতাজি ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, বিজেপি দেশত্যাগ করাচ্ছে : মমতা

নেতাজি ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, বিজেপি দেশত্যাগ করাচ্ছে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিঙে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই অনুষ্ঠান থেকেই সরাসরি আ'ক্র'মণ করলেন বিজেপিকে। নেতাজির জন্মদিবস মোদিকে কটা'ক্ষ করে মমতা বলেন, "নেতাজি ধর্ম নিরপেক্ষতার পক্ষে সওয়াল করতেন। দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল নেতাজির। যার এই ক্ষমতা থাকে, তিনিই প্রকৃত নেতা।" 

রাজ্যে ক্ষ'মতায় আসার পর থেকেই চারবছর পাহাড়ে ও একবছর সমতলে নেতাজির জন্মজয়ন্তী পালন করেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ম মেনেই এবার নেতাজির ১২৩ তম জন্মজয়ন্তী পালনে দার্জিলিঙের ম্যালে হাজির মমতা। আগামীকালই কলকাতায় ফিরে যাওয়ার কথা তার। এই সময়ের খবর অনুযায়ী, দার্জিলিঙে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, নেপালি- সবার পাশে দাঁড়াতেন নেতাজি। সওয়াল করতেন ধর্মনিরপেক্ষতার পক্ষে।'

মমতা বলেন, এখন ধর্ম নিরপেক্ষদের দেশত্যাগ করানোর চেষ্টা চলছে। আর হিন্দু ধর্মেরই বদনাম করছে বিজেপি।" মুখ্যমন্ত্রীর আরও দাবি, হিন্দু মহাসভার বিরো'ধিতা করেছিলেন নেতাজি। বলেন, "১৯৪০ সালের ১২ মে ঝাড়গ্রামে এক জনসভায় ভাষণ দিতে এসে নেতাজি সুভাষ চন্দ্র বসু হিন্দু মহাসভার স'মালো'চনা করেছিলেন, আজ এই চিন্তাভাবনাগুলি অনেক প্রাসঙ্গিক।"

মমতা বলেন, "নেতাজি অখ'ণ্ড ভারতের পক্ষে লড়াই করেছিলেন, তবে এখন যারা ধর্ম নিরপেক্ষতা অনুসরণ করেন তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নেতাজির নিখোঁ'জ র'হ'স্য উদঘাটন করতে সরকার উ'দ্বি'গ্ন নয়, আসলেই কী ঘটেছিল তা জানার জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে