আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গারা অতির'ঞ্জিত করে নি'র্যা'তনের কথা বলছে বলে দাবি করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের বি'রু'দ্ধে যু'দ্ধাপরা'ধ সংঘটিত হতে পারে তবে তাদের বি'রু'দ্ধে নি'র্যা'তনকে অ'তির'ঞ্জিত করেছে। আন্তর্জাতিক আদালতের রায় পড়ার কয়েক মুহূর্ত আগে ফিন্যান্সিয়াল টাইমসের এক নিবন্ধে সু চি এমন কথা বলেছেন।
বৃহস্পতিবার গণহ'ত্যা থেকে রোহিঙ্গা মুসলমানদের সু'র'ক্ষায় নিজের ক্ষ'মতার ভেতর থেকে মিয়ানমারকে সব পদক্ষেপ নিতে হবে বলে আদেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। এর আগে গত মাসে এক সপ্তাহের শুনানির সময় ১৯৯১ সালে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি আদালতকে মামলাটি বা'দ দিতে অনুরো'ধ করেছিলেন।
আদালত বলেছে, রোহিঙ্গাদের নিরা'পত্তার ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের আদেশ মিয়ানমারের জন্য মানা বা'ধ্যতামূলক। এ ছাড়া আদেশটি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক আইনি বা'ধ্যবা'ধকতা তৈরি করেছে। ১৯৪৮ সালের গণহ'ত্যা কনভেনশন অনুসারে মুসলিম সংখ্যাগ'রিষ্ঠ দেশ গাম্বিয়ার অনুরো'ধসাপে'ক্ষে বেশ কয়েকটি জ'রু'রি পদক্ষেপ ম'ঞ্জুর করেন আদালত।