আন্তর্জাতিক ডেস্ক : ইরান পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি বিরো'ধী শা'সনব্য'বস্থা চালায় বলে অভিযোগ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বিশ্বের মধ্য সবচেয়ে বেশি ইহুদি বিরো'ধী রাষ্ট্র ইরান। বৃহস্পতিবার জেরুজালেমে হলোকাস্ট স্ম'রণদিবসে এক ভাষণে তিনি এ কথা বলেন।
বিশ্ব নেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমি উ'দ্বি'গ্ন যে আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি বিরো'ধী শাসনব্যবস্থার বি'রু'দ্ধে ঐক্যবদ্ধ ও অটলভাবে দাঁড়াতে পারিনি। এমন একটি শাসক যে, খোলামেলাভাবে পারমাণবিক অ'স্ত্র তৈরি করতে ও একমাত্র ইহুদি রাষ্ট্রকে নি'র্মূ'ল করতে চায়। তেহরানের অত্যা'চারীদের মুখোমুখি হওয়ায় ইসরাইল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট পেন্সকে স্যালুট জানায়।
এদিকে, আসন্ন নির্বাচনে তার দল লিকুদ পার্টি ক্ষ'মতায় গেলে পুরো পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে এ'কীভূ'ত করার প্র'তিশ্রু'তি দিয়েছেন ইহুদিবাদী দেশটির প্রধামনমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় তিনি জর্দান উপত্যকাকেও ইসরায়েলের সঙ্গে একীভূত করার ঘোষণা দেন। আগামী ২ মার্চ ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে লিকুদ পার্টি সং'খ্যাগ'রি'ষ্ঠতা নিয়ে জিততে পারলে ফের দেশটির প্রধানমন্ত্রী হবেন নেতানিয়াহু।
লিকুদ পার্টির নির্বাচনী প্রচার অভিযান শুরুর দিনে নেতানিয়াহু বলেন, তিনি ক্ষ'মতায় যেতে পারলে কোনো রকমের দেরি না করেই জর্দান উপত্যকা এবং জর্দান নদী উত্তরাংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন। আমরা শুধু কোনো ব্যক্তিকে সমূলে উৎপাটন করব না বরং পশ্চিম তীরের সমস্ত বসতিতে ইসরায়েলের আইন প্রতিষ্ঠা করব।