শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪৫:২৩

আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর তা'ণ্ডব

আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর তা'ণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের আল-আকসা মসজিদে তা'ণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ। শুক্রবার সকালে ফজরের নামাজের সময় জোর করে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিয়েছে। এসময় গ্রে'ফতার হয়েছেন অন্তত ১৩ মুসল্লি। এমন খবর দিয়েছে তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদুলু।

ফিলিস্তিনি মানবাধিকারকর্মীরা বলেন, মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে ইসরাইলি বাহিনী রাবার বুলেট ছুড়েছে। মুসল্লিদের ঘিরে রেখে তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে দেশটির পুলিশ। সকালে মসজিদটিতে কয়েকশ মুসল্লি ফজরের নামাজ আদায় করছিলেন। ফেসবুকভিত্তিক 'প্রত্যাশার ফজর প্রচারের' অংশ হিসেবে মসজিদের প্রতি ভালোবাসা দেখাতে তারা সেখানে জমায়েত হয়েছিলেন তারা। 

এসময় ইসরাইলি দ'খ'লদারিত্বের বি'রু'দ্ধে প্রতিবা'দ জানিয়েছেন। আল-আকসাকে ঘিরে পূর্ব জেরুজালেমের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যা'পক ক'ড়াক'ড়ি আ'রো'প করেছে তেল-আবিব। প্রচুর নিরা'পত্তাচৌ'কি নির্মাণ করার পাশাপাশি দোকানপাট ও বেসরকারি যানবাহনেও ত'ল্লা'শি চালায় ইসরাইলি বাহিনী। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যু'দ্ধের সময় পূর্ব জেরুজালেম দ'খ'ল করে নেয় ইসরাইল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে