শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১০:০০:২৬

হিন্দু রাষ্ট্র বানাতে মুসলিমদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে মোদি: জর্জ সোরস

হিন্দু রাষ্ট্র বানাতে মুসলিমদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে মোদি: জর্জ সোরস

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় গণতন্ত্রকে মোদি ‘ধ্বং’সের মুখে’ ঠে'লে দিচ্ছেন বলে দাবি করেছেন মার্কিন-হাঙ্গেরীয় ধনকুবের জর্জ সোরস। দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামেরর মঞ্চ থেকে নরেন্দ্র মোদির সরকারকে আ'ক্র'মণ করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কা’শ্মীরের মতো মুসলিম প্রভাবিত অঞ্চলে মোদি সরকারের ক'ঠোর পদক্ষেপ একটা বড় আশ'ঙ্কার বিষয়। মোদির হিন্দু রাষ্ট্র বানোনোর তা'গিদে দেশের লাখ লাখ মুসলিমকে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চি'ত করার হু’মকি দিচ্ছেন। সরাসরি না বললেও তিনি যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের কথাই বলতে চেয়েছেন, সোরসের মন্তব্য থেকে তা স্পষ্ট।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এই মঞ্চ থেকেই তিনি আ'ক্র'মণ শানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোকে। বিশ্বজুড়ে কীভাবে রাষ্ট্রনেতারা একনায়কতন্ত্রকে প্রশ্রয় দিয়ে চলেছেন সেই প্রসঙ্গও তুলে ধরে দুঃখপ্রকাশ করেছেন সোরস। এরপরই ভারতের প্রসঙ্গ উত্থাপন করে মোদির শাসননীতি নিয়ে আশ'ঙ্কা প্রকাশ করেন তিনি।

শুধু মোদিই নয়, সোরসের নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাকে একজন প্রতারক হিসেবেও উল্লেখ করেছেন সোরস। নিজের স্বার্থ দেখতে গিয়ে ট্রাম্প দেশের স্বার্থকে জলাঞ্জ'লি দিতেও ইত'স্তত করেন না বলেও দাবি সোরসের। শুধু তাই নয়, ভোটে জেতার জন্য ট্রাম্প যা খুশি করতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে