শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০২:০৪:৫১

মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বাগদাদের রাজপথে ২৫ লাখ ইরাকি!

মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বাগদাদের রাজপথে ২৫ লাখ ইরাকি!

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অন্তত ২৫ লাখ ইরাকি তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে মি'ছিল করেছে। বাগদাদে ইরাক ও ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সেনা-কর্মকর্তাকে হ'ত্যা করার মার্কিন রাষ্ট্রীয় স'ন্ত্রা'স ও স'ন্ত্রা'স-বিরোধী ইরাকি বাহিনীর ওপর মার্কিন হা'মলার প্রেক্ষাপটে এই গণ-বি'ক্ষো'ভ হল।

ইরাকি সেন্টার ফর স্টাডিজ নামক প্রতিষ্ঠানের প্রধান সাইয়্যেদ সাদিক আল হাশেমি বলেছেন, শুক্রবারের এই গণ-মিছিলে ২৫ লাখেরও বেশি ইরাকি অংশ নিয়েছেন। নারী ও শিশুসহ সর্বস্তরের ইরাকিরা বাগদাদ বিশ্ববিদ্যালয়ের কাছে জারদিয়া অঞ্চলে সমবেত হন।

বি'ক্ষো'ভকারীরা বেরিয়ে যাও বেরিয়ে যাও দখ'লদার আমেরিকানরা, আমেরিকা ও ইসরাইল নি'পাত যাক, মার্কিনিদের প্রতি না, শ'য়তা'নের প্রতি না, ইসরাইলের প্রতি না ও ইরাকি সার্বভৌমত্বের প্রতি হ্যাঁ -এসব শ্লোগান দেন। তারা মার্কিন ও ইসরাইলি পতাকা পদদ'লিত করেন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কু'শপু'ত্ত'লিকা দা'হ করেন।

ইরাকের পবিত্র শহর কারবালাসহ দেশটির প্রত্যেক প্রদেশ ও শহর থেকে ইরাকিরা বাগদাদের এই বি'ক্ষো'ভে যোগ দেন। এ উপলক্ষে বাগদাদের আশপাশে ব্যাপক নিরাপত্তা-ব্যবস্থা নেয়া হয়। ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা মোক্তাদা সাদর মার্কিন সেনাদের উপস্থিতির বিরু'দ্ধে গণ-বি'ক্ষো'ভে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইরাকের নানা গোত্রের প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বড় বড় রাজনৈতিক দলগুলো মার্কিন বিরোধী শান্তিপূর্ণ বি'ক্ষো'ভে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।-পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে