শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫০:১৮

নিজামের শহর ৩০ একর জমি জুড়ে বিশ্বের সর্ববৃহৎ হার্টফুলনেস ইনস্টিটিউট

নিজামের শহর ৩০ একর জমি জুড়ে বিশ্বের সর্ববৃহৎ হার্টফুলনেস ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতে নিজামের শহর খ্যাত ভারতের হায়দরাবাদে খুলছে বিশাল ধ্যান কেন্দ্র। শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বে এটাই হবে সর্ববৃহৎ ধ্যান কেন্দ্র। হার্টফুলনেস ইনস্টিটিউট নামে ধ্যান সংস্থায় প্রধান কার্যালয় হবে হায়দরাবাদ। কেন্দ্রটি খুলছে আগামী ২৮ জানুয়ারি। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট যোগ গুরু রামদেব।

হায়দরাবাদ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে কানহা শান্তিবনম-এ তৈরি হয়েছে ওই ধ্যান কেন্দ্রটি। এটি ছড়িয়ে থাকবে ৩০ একর জমিতে। কেন্দ্রটিতে থাকবে একটি প্রধান হল এবং ৮ ছোট হল। একসঙ্গে এই কেন্দ্রে ধ্যান করতে পারবেন ১ লাখ মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত আলো জ্বললে এটিকে সিডনি হারবাররের মতো দেখাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, জানুয়ারির ২৮-৩০ তারিখ, ফেব্রুয়ারি মাসের ২-৪ তারিখ ও ৭-৯ তারিখ পর্যন্ত তিন দিনের মোট তিনটি সেশন হবে। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও আন্না হাজারে। হার্টফুলনেস-এ প্রতিদিন ১ লাখ মানুষের খাবার তৈরি করা হবে। একইসঙ্গে ধ্যান কেন্দ্রে থাকছে ৩৫০ বেডের আয়ূষ মেডিক্যাল। প্রসঙ্গত, হার্টফুলনেস হল রাজা যোগ ঘরনার একটি ধ্যান। এটিকে সহজ মার্গও বলা হয়। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে