আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পথে হেঁটে এবার 'গু'লি' মন্তব্য রাজ্যটির বীরভূমের বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের। দলের কর্মীদের আ'ক্রমণ করলে প্রয়োজনে অ'ভিযু'ক্তদের চিরতরে ঘুম পাড়ানোর নি'দা'ন দেন তিনি। বিজেপি নেতার এই মন্তব্যেই শুরু হয়েছে বি'ত'র্ক।
নাগরিকত্ব আইনের সমর্থনে ইতিমধ্যেই জেলায় জেলায় অভিনন্দন যাত্রার আয়োজন করছে বিজেপি। শনিবার বীরভূমের সাঁইথিয়ায় অভিভনন্দন যাত্রার আয়োজন করে গেরুয়া শিবির। স্থানীয় ইউনিয়ন মোড় থেকে এদিনের মিছিলে পা মেলান জয়প্রকাশ মজুমদার, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল-সহ অন্যান্য বিজেপির নেতা-কর্মীরা। মুড়াদিঘি কলোনিতে মিছিল শেষ হওয়ার পর সেখানে সভায় যোগ দেন বিজেপি নেতারা।
সেই সভা থেকেই নাম না করে তৃণমূল কর্মীদের গু'লি চালিয়ে ঘুম পাড়ানোর নি'দা'ন দিলেন বিজেপির জেলা সভাপতি। তিনি বলেন, 'কোনও এলাকায় হাতি ঢুকে পড়লে প্রথমে ঘুম পাড়ানি গু'লি চালিয়ে তাকে বশে আনার চেষ্টা করতে হয়। তাতে কাজ না হলে চিরতরে ঘুম পাড়াতে হয়। ঠিক একইভাবে যারা বিজেপি কর্মীদের আক্রমণ করবে, তাদেরও প্রথমে সাবধান করতে হবে ঘুমপাড়ানি গু'লি চালিয়ে, তাতে কাজ না তাদেরও চিরতরে ঘুম পাড়িয়ে দিতে হবে।'
উল্লেখ্য, জেলায় জেলায় সভায় যোগ দিয়ে বারবার গু'লি চালানোর নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার এই মন্তব্যের জেরে অ'স্ব'স্তিতে পড়ছে হয়েছে দলকে। টুইটে এই মন্তব্যকে দায়ি'ত্বজ্ঞা'নহীন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু তা সত্ত্বেও বরাবরই নিজের অবস্থানে অনড় ছিলেন সাংসদ। পরবর্তীতে তাঁর পথে হেঁটেই গু'লি চালানো ও 'লুঙ্গিবাহিনী'কে দেশ ছাড়া করার হু'মকি দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেই তালিকায় নয়া সংযোজন শ্যামাপদ মণ্ডল।