শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:২৬:০৭

কাশ্মীর নিয়ে সর্বা'ত্মক যু'দ্ধের সত'র্কতা দিলেন ইমরান খান

কাশ্মীর নিয়ে সর্বা'ত্মক যু'দ্ধের সত'র্কতা দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর অঞ্চল নিয়ে সর্বা'ত্মক যু'দ্ধ শুরু হওয়ার বি'প'জ্জ'নক পরি'স্থি'তির ব্যাপারে বিশ্বকে স'ত'র্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অবি'লম্বে বিষয়টিতে হ'স্তক্ষে'প করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় ইমরান খান তার এ আ'শ'ঙ্কা ব্যক্ত করেন।

কাশ্মীরের মতো বিশ্বের আর কোথাও যু'দ্ধের এতো ঝুঁ'কি নেই বলেও উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি কোনো ভুল হয় তাহলে তার প্র'ভা'ব উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে। ভারত ভু'ল পথে হাটছে এবং এটা আমার দায়িত্ব যে দ্বিতীয় বিশ্ব যু'দ্ধে পর বিশ্বের যেকোনো স্থানে যু'দ্ধকে প্র'তিরো'ধ করার লক্ষ্যে যে ফোরাম গঠিত হয়েছিল তাকে এ বিষয়ে অবহিত করা।

এদিকে শনিবার এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আঞ্চলিক শান্তি ও স্থি'তিশী'লতার বড় হু'মকি হিসেবে আখ্যায়িত করেছেন ইমরান খান। ব্রিটেনের সাময়িকী ইকনোমিস্টের একটি প্রচ্ছদ ছবি দিয়ে টুইটারে তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্যা'সিবা'দী আদর্শই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হু'ম'কি। মোদির ফ্যা'সিবা'দের কারণে কাশ্মীরের ৮০ লাখ ও ভারতের মুসলমানরা ভো'গা'ন্তিতে রয়েছে বলেও উল্লেখ করেন ইমরান খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে