রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১০:১৫:১৩

এবার ইসরায়েলেও ঢু'কে পড়েছে করোনাভাই'রাস!

এবার ইসরায়েলেও ঢু'কে পড়েছে করোনাভাই'রাস!

আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনাভাইরাসে মৃ'তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সেখানে ৫৬ জনের মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবার ইসরায়েলেও ঢু'কে পড়েছে করোনাভাই'রাস!  চীন থেকে ফেরা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে সন্দেহ করছে ইসরায়েল।

শনিবার ওই ব্যক্তিকে তেল আবিবের শেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে এর আগেও কয়েকজনকে করোনাভাইরাস আ'ক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেসব ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পর ভাইরা'সের উপস্থিতি না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। খবর রয়টার্স, জিউস প্রেস।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনে করোনাভাইরা'স ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় সেখান থেকে আসা সব যাত্রীর শারীরিক পরীক্ষা শেষে তবেই দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে। কাউকে স'ন্দেহ হলে তাকে অন্য রোগীদের থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে পরীক্ষা করা হলেও তাদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।

শেবা হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে জানানো হয়েছে, তিনি ফ্লু আক্রা'ন্ত। তবে অতিরিক্ত সতর্কতা স্বরূপ ল্যাবের প্রতিবেদন আসার পরেই তাকে যেতে দেয়া হবে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরা'সের উপস্থিতি না পাওয়া গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে, কিছুদিনের মধ্যেই এ ভাইরা'সে আ'ক্রা'ন্ত অসংখ্য রোগী দেশে ঢু'কবে। এ পরিস্থিতি মোকা'বিলায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে