মোদির খালার বাড়ি কি পাকিস্তান?
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খালার বাড়ি কি পাকিস্তান? পাকি প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হঠাৎ করেই পাকিস্তান সফরে যা্ওয়ার পর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
শুক্রবার আফগানিস্তান থেকে ভারত ফেরার পথে মোদির পাকিস্তানের মাটি ছুঁয়ে আসাটা অবাক করেছে এশিয়ার কূটনৈতিক পাড়াকে। সেই সঙ্গে মোদির পাকিস্তান সফরের প্রতিবাদ জানাতে মাঠে নেমেছিল পাকিস্তানের জামায়াতে ইসলামী।
বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী আমির সিরাজুল হক মোদির কঠোর সমালোচনা করে বলেন, মোদি জি খালাজির বাড়ি মনে করে পাকিস্তান এসে গেছেন। এ সময় তিনি নেওয়াজ শরিফেরও সমালোচনা করে বলেন, বাবরি মসজিদ শহিদ করে ও ভারতীয় মুসলমানদের হত্যাকারী মোদিকে অভ্যর্থনা জানিয়ে নওয়াজ শরিফ জাতিকে কি বার্তা দিতে চান। নেওয়াজ শরীফ কাশী¥রে আহতদের ওপর লবণ ছিটিয়ে মুসলমান হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়।
সিরাজুল হক বলেন, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে পাকিস্তান সীমান্তে বারবার হামলা করা হয়। তিনি বলেন, ভারতের এ আন্তরিকতা অর্থহীন। আমাদের খেলোয়াড়দের ও পিসিবির চেয়ারম্যানকে ভারতে সহ্য করা হয়নি।
সিরাজুল হক বলেন, কাশ্মীর ছাড়া পাকিস্তান পূর্ণাঙ্গতা পায় না। তিনি বলেছিলেন, পাকিস্তান ভাঙ্গার জিম্মাদার প্রধানমন্ত্রীর মেহমান কিভাবে হতে পারে। মোদির মস্কো এবং কাবুল থেকে লাহোর আসার উদ্দেশ্যে কি ছিল?
শুক্রবার বিক্ষোভকারীরা শ্লোগানে বলেন, মুসলমানদের হত্যাকারীকে নিজের ভূমিতে সহ্য করা হবে না। এ সময় তাদের হাতে মোদির বিরুদ্ধে প্ল্যাকার্ড ছিল। সূত্র: দৈনিক খাবরিন।
২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�