আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে বিশ্বজুড়ে আত'ঙ্ক ছড়াচ্ছে করোনা ভাই'রাস। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ইতোমধ্যে আরও ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনে এ পর্যন্ত ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন ১,৬১০ জন। এদের মধ্যে মৃ'ত্যু হয়েছে ৫৬ জনের। আ'ক্রা'ন্তদের প্রায় সবাই উহান বা এর কাছাকাছি স্থানে ছিলেন।
তবে উহান থেকে দূরে চীনের অন্য চার অঞ্চলে ভাই'রাস আ'ক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথমজন হেবেই প্রদেশের, দ্বিতীয়জন হেইলংজিয়াং প্রদেশের, তৃতীয়জন হেনান প্রদেশের এবং চতুর্থজন সাংহাই শহরের বাসিন্দা। চীনের স্বায়'ত্তশা'সিত ম্যাকাউ অঞ্চলে আ'ক্রা'ন্ত হয়েছেন দুজন। চীনের আধা স্বা'য়ত্তশা'সিত অঞ্চল হংকংয়ে পাঁচজন আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে তিনজন আ'ক্রা'ন্ত হয়েছেন শনিবার সকালে। এ ঘটনার পর অঞ্চলটির শীর্ষ নেতা ক্যারি ল্যাম জ'রু'রি স্বাস্থ্য স'ত'র্কতা জারি করেন। এছাড়া, চীনা নতুন বছর উদযাপনের সব আনুষ্ঠানিকতা বা'তিল করা হয়েছে। ১৩টি দেশ ছাড়াও নতুন করে আরও অনেক দেশে এ ভাই'রাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কানাডা: শনিবার কানাডার রাজধানী টরোন্টোর এক হাসপাতাল থেকে দেশটিতে করোনা ভাই'রাসে একজন আ'ক্রা'ন্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। কর্মকর্তারা জানান, আ'ক্রা'ন্ত ব্যক্তির বয়স পঞ্চাশোর্ধ্ব। সম্প্রতি তিনি উহান ভ্রমণ করে ২৩ জানুয়ারি টরোন্টো পৌঁছান।
ফ্রান্স: প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ফ্রান্সে তিনজন করোনা ভাই'রাস আ'ক্রা'ন্ত হওয়ার খবর নি'শ্চি'ত করা হয়েছে। তাদের মধ্যে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন, যিনি সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। অন্য দুই ব্যক্তিও সম্প্রতি চীন ভ্রমণ করেছেন। জাপান: নতুন করোনা ভাই'রাসে এ পর্যন্ত জাপানে তিনজন আ'ক্রা'ন্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে তিনজনই সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।
অস্ট্রেলিয়া: শনিবার অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একজন ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খবর নি'শ্চিত করেছে কর্তৃপক্ষ। আ'ক্রা'ন্ত ব্যক্তি সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। পরে রোববার সিডনিতে আরও তিনজনের মধ্যে ভাই'রাসে সং'ক্র'মিত হওয়ার লক্ষণ দেখা গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মালয়েশিয়া: মালয়েশিয়ায় তিনজন এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। তিনজনই সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।
নেপাল: নেপালে ৩২ বছর বয়সী এক ব্যক্তি এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন, যিনি উহান থেকে দেশটিতে গিয়েছিলেন। সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুর: সিঙ্গাপুরে অন্তত তিনজন নতুন করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ছেলে (৩৭) এবং ৫২ বছর বয়সী এক নারী। তারা সবাই সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।
দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় দুজন এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। দুজনই উহান ভ্রমণ করে দেশটিতে গিয়েছিলেন। চিকিৎসা দেওয়ার পর দুজনই কিছুটা স্থিতি'শীল রয়েছেন। তাইওয়ান: তাইওয়ানে এ পর্যন্ত তিনজন নতুন করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। এ ঘটনার পর উহান ভ্রমণে বিধি'নিষে'ধ আ'রোপ করে দেশটি।
থাইল্যান্ড: থাইল্যান্ডে পাঁচজন এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খবর নি'শ্চিত করা হয়েছে। তাদের মধ্যে চারজন চীনা নাগরিক যারা উহান থেকে এসেছেন এবং অপর একজন সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুজন আ'ক্রা'ন্ত হওয়ার খবর নি'শ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা স্থিতি'শীল রয়েছে।
ভিয়েতনাম: ভিয়েতনামে এক ব্যক্তি ও তার ছেলে এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। ওই ব্যক্তি সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। তার সং'স্পর্শে এসেই তার ছেলেও ভাই'রাসে সং'ক্র'মিত হয়েছেন। ম্যাকাও: ম্যাকাওয়ে ম'রণঘা'তি এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছে অন্তত দু'জন। আরও আ'ক্রা'ন্ত হওয়ার আ'শ'ঙ্কা রয়েছে।