আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি দক্ষিণ-পূর্ব ব্রাজিলের রাজ্য মিনাস জেরাইসে গত ৪৮ ঘণ্টা ধরে চলা প্র'বল ঝড়-বৃষ্টির জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৫ জনের মৃ'ত্যুর খবর গেছে। নি'খোঁজ হয়েছেন আর ১৭ জন। কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। উ'দ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। পাশাপাশি এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও।
গতকাল শনিবার এই প্রসঙ্গে মিনাস জেরিইস প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়-বৃষ্টির জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৫ জনের মৃ'ত্যু হয়েছে। এছাড়া সাত জন আহ'ত হয়েছেন ও ১৭ জন নি'খোঁজ হয়েছেন। গত দুদিনের এই প্রবল বিপ'র্যয়ে গৃহহী'ন হয়েছেন প্রায় তিন হাজার পাঁচশ মানুষ। কিছু কিছু জায়গা ভূমি ধ'সের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্ত'ব্ধ হয়ে পড়েছে। ভে'ঙে পড়েছে প্রচুর বাড়ি।