ক্লিনটনের বাড়িতে অগ্নিসংযোগ!
আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আরকানসাসের জন্মভূমির বাড়িটিতে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সকালের ওই ঘটনায় বাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাত তিনটির পরপর পুলিশকে অগ্নিসংযোগের খবর দেয়া হয় বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা জে আর উইলসন।
‘আমরা অগ্নিসংযোগের সন্দেহ করছি,’ বলছিলেন উইলসন। তিনি জানান, ওই স্থান থেকে দাহ্য পদার্থের গন্ধ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
ওই এলাকার লোকদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলেও এ ব্যাপারে কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি বলে জানান উইলসন।
যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ক্লিনটন তার মা এবং নানা-নানিকে নিয়ে জীবনের প্রথম বার বছর এই বাড়িটিতে কাটিয়েছেন। বাড়িটিকে জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র: রয়টার্স
২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�