রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৩:৫৯

সাপ থেকে ছড়াচ্ছে করোনা ভাইরা'স!

সাপ থেকে ছড়াচ্ছে করোনা ভাইরা'স!

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দুই প্রজাতির সাপ থেকেই করোনা ভাইরা'স দেশব্যাপী মহামা’রি আকারে ছ'ড়িয়ে পড়েছে বলে ধারণা করা হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী, চীনে র’হস্যজন'কভাবে করোনা ছ'ড়িয়ে পড়ার মূল উৎসই হচ্ছে বিষধর চীনা ক্রেইট এবং কোবরা সাপ।
করোনাভাইরা'স বাতাসে মিসে প্রাথমিকভাবে স্তন্য'পায়ী প্রা*ণী এবং পাখির শ্বা’সযন্ত্রে' সং'ক্রাম'ণ করে। এর ফলে প্রাথমিকভাবে জ্ব'র, সর্দি', শ্বা’সক’ষ্ট উপস'র্গ হিসেবে দেখা দেয়।

চীনে করোনা ভাইরাস মহামা’রী আকা'রে ছ'ড়িয়ে পড়ার আশ’ঙ্কায় নববর্ষ উদযাপন বাতিল করেছে দেশটির সরকার। চীনের উহানের পর হুয়াংগ্যাংয়ে সতর্কতা জারি করেছে চীনা কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

এর আগে ২০১৯ সালে চীনের হুয়ান শহরে প্রথম করোনা ভাইরা'সের উৎপত্তি হয়। যা খুবই দ্রু'ত ছ'ড়িয়ে পড়ে। এ শহর থেকে ভ্রমণ করা যাত্রীদের থেকে অন্যদের মাঝেও ভাইরা'সটি ছ'ড়িয়ে যায়। চীন, যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশে করোনা ছ'ড়ায়। সূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে