সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০১:০০:৫০

সমুদ্রের পানি বৃদ্ধির অভি'শাপ, আগামী শতকে তলিয়ে যাবে যুক্তরাষ্ট্রের ১৩ মিলিয়ন মানুষ

সমুদ্রের পানি বৃদ্ধির অভি'শাপ, আগামী শতকে তলিয়ে যাবে যুক্তরাষ্ট্রের ১৩ মিলিয়ন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রের পানি বেড়ে ঘরবাড়ি ভেসে যাবে। দলে দলে মানুষজনকে উচ্ছেদ হতে হবে। আগামী শতকের মধ্যেই বিশ্বের অন্যতম বড় উ'দ্বা'স্তু সম'স্যার মধ্যে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। রিপোর্ট প্রকাশ করে উদ্বে'গ বাড়াল একটি গবেষণা। বি'পদের মধ্যে আটলান্টা, হাউস্টন, ডালাস, ডেনভার, লাস ভেগাস। 

২১০০ সালের মধ্যে এসব প্রদেশের অন্তত ১৩ মিলিয়ন মানুষকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে হবে বলে রিপোর্টে উল্লেখ। এই প্রথম মেশিন লার্নিং নামে একটি প্রযুক্তির সাহায্য নিয়ে সমুদ্রের জলতল বৃদ্ধি নিয়ে গবেষণা করেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল। গবেষণার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই আমেরিকায় এই নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। 

এর আগে ২০১৭ সালে হারিকেন হার্ভে ত'ছন'ছ করে দিয়েছিল টেক্সাসের উপকূল এলাকা। প্রচুর মানুষজন নিজেদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। যদিও তারা দেশের মধ্যে অন্যত্র নতুন বসতি গড়ে তুলছিলেন। নয়া গবেষণায় সেই পরিস্থিতির সঙ্গে তুলনা করে এর নেতৃত্বে থাকা কম্পিউটার সায়েন্সের অধ্যাপক বিস্ত্রা দিলকিনার কথায়, ''আগামী শতকে এই সম'স্যা আরও বাড়বে। সমুদ্রের জলতল বেড়ে যাওয়াই এর জন্য দায়ী হতে চলেছে। আমেরিকার প্রতিটি প্রদেশই এর জন্য কমবেশি প্রভা'বিত হবে।''

এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে কেমন প্রভাব ফেলবে এই সমস্যা, তা বেশ ভালভাবে বোঝা গিয়েছে বলে দাবি গবেষকদের। বলা হচ্ছে, তুলনায় ছোট এলাকাগুলি থেকে হাজার হাজার মানুষ চলে যেতে বা'ধ্য হবেন বড় জায়গায়। ঠাঁই খোঁ'জার জন্য হু'ড়োহু'ড়ি পড়ে যাবে। বাড়বে জমি, বাড়ির দাম। চাকরি-বাকরির বাজারে প্রতিযোগিতা বেড়ে যাবে।

এতদিন মেক্সিকো ছাড়াও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে অ'ত্যাচা'রিত হয়ে কিংবা গৃহযু'দ্ধের শি'কার হয়ে পালিয়ে আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন। শর'ণা'র্থী সমস্যা একটা সময়ে যেভাবে বেড়ে গিয়েছে, তাতে নতুন করে অভি'বাসন নীতি তৈরির পথে হাঁটতে হয়েছে সেসব দেশের প্রশাসন। ট্রাম্প প্রশাসনও মেক্সিকো থেকে শর'ণার্থী আট'কাতে পাঁচিল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 

যদিও সকলে সহমত না হওয়ায় সেই কাজ স্থ'গিত হয়ে গিয়েছে। এমন পদক্ষেপ নিতে চলা আমেরিকা এখন নিজের দেশেই পরবাসী হওয়ার উপ'ক্রম। যার নেপথ্যে অন্য কোনও কারণ নয়, রয়েছে বিশ্ব উষ্ণায়নের মতো প্রাকৃতিক কারণ। সাম্প্রতিক গবেষণা বলছে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, বস্টন, নিউ অরলিন্স এলাকায় সমুদ্রের জলতল গড়ে ৬ ফুট করে বেড়ে যাবে। হিমবাহ গলা জলে চাপা পড়ে যাবে অনেক কিছুই। আর সেই দিন খুব বেশি দূরে নয়। ২১০০ সালেই এমন ভ'য়াব'হ বি'পদের মুখে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে