সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ১২:৪৪:৫৩

চোখের মাধ্যমেও ছড়াতে পারে ভ'য়া'বহ করোনাভাইরা'স!

চোখের মাধ্যমেও ছড়াতে পারে ভ'য়া'বহ করোনাভাইরা'স!

আন্তর্জাতিক ডেস্ক: হাঁচি, কাশি ও হাতের পর এবার ধারণা করা হচ্ছে চোখের মাধ্যমেও ছড়াতে পারে ভ'য়া'বহ করোনাভাইরা'স। খোদ বিজ্ঞানীরাই এমন কথা বলছেন বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এ ভাইরা'সের আ'ক্রা'ন্ত ব্যক্তির হাত দ্বারা চোখ স্পর্শ করলে চোখের মাধ্যমেও এ ভাইরা'স শরীরে প্রবেশ করতে পারে। যা বাস্তবিকভাবেই সম্ভব।

এখানে কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, ল্যাক্রিমাল নালীর মাধ্যমে প্রতিটি মানুষের চোখ নাকের সঙ্গে সংযুক্ত। এতে চোখের মাধ্যমেও এর রোগ ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে।

এদিকে চীনা চিকিৎসক ওয়াং গুয়াংফা নিজেও এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হওয়ার শ'ঙ্কা করছেন। তিনি জানিয়েছেন, নাকে মুখে এবং হাতে সব ধরনের প্র'তিরো'ধক ব্যবস্থা নেয়ার পরেও তিনি অসুস্থ বোধ করছেন। তার ধারণা, চোখে চশমা না পরায় সেখান থেকে ভাইরা'সটি ঢুকেছে। এ জন্য বিজ্ঞানীরা নাক, হাতের পাশাপাশি এ রোগ থেকে বাঁচতে চোখের সুরক্ষা নিতেও পরামর্শ দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে