সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৪৪:৩৭

হঠাৎ মিয়ানমারে ম'রছে শত-শত মহিষ!

হঠাৎ মিয়ানমারে ম'রছে শত-শত মহিষ!

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের আরাকানে অজ্ঞাত রোগে হঠাৎ ব্যাপক হারে মা'রা যাচ্ছে মহিষ। এ পর্যন্ত সেখানে ৩ শতাধিক মহিষের মৃ'ত্যু হয়েছে বলে জানা গেছে। চীনা করোনাভাইরা'স আত'ঙ্কের মধ্যেই এটি একটি আশ'ঙ্কা'জনক খবর বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামা'রী দেখা দিয়েছে। কী কারণে এসব মহিষের মৃ'ত্যু হচ্ছে তা কেউ বলতে পারছেন না। 

স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানান, কেবল চারটি উপস'র্গ দেখা যায়। মৃ'ত্যুর আগে এসব মহিষ কাঁ'পতে থাকে, জিহ্বা বের করে হাঁ'পাতে থাকে এবং গলা ও পেট ফু'লে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উ'ত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়'ক বেড়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে