সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৪৯:৩৭

সড়কে অবতরণ করলো যাত্রীবাহী বিমান!

সড়কে অবতরণ করলো যাত্রীবাহী বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের এক যাত্রীবাহী বিমান রানওয়েতে অবতরণ না করে নিকটবর্তী এক মহাসড়কে অবতরণ করেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বন্দর মাহসাহর-এ এই ঘটনা ঘটে।ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ম্যাকডোনেল ডগলাস জেট বিমানটি ইরানের ক্যাসপিয়ান এয়ারলাইন্সের। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে বিমানটি উড্ডয়ন করে।

খুজেস্তান প্রদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ রেজা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে জানান, ‘মহাশাহর বিমানবন্দরে পৌছানোর পর বিমানচালক অবতরণ করাতে দেরী করেন, এতে করে রানওয়েতে নামতে পারেননি তিনি।’ মোহাম্মদ রেজা বলেন, এতে করে বিমানটি রানওয়ে পার হয়ে বিমানবন্দরের কাছেই এক সড়কে অবতরণ করে। তবে যাত্রীরা সবাই নিরাপদ আছেন।

ওই বিমানে থাকা প্রেস টিভির এক সাংবাদিক বলেন, বিমানের পেছনের চাকা ভেঙে গিয়েছিলো। তাই সেটির অবতরণে বিলম্ব হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে