সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:২৩:৪৪

তালেবান নিয়ন্ত্রণাধীন এলাকায় ৮৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্ব'স্ত

তালেবান নিয়ন্ত্রণাধীন এলাকায় ৮৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্ব'স্ত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভে'ঙে পড়ল যাত্রীবাহী বিমান। ৮৩ জন যাত্রীসহ ভে'ঙে পড়েছে ওই বিমানটি। স্থানীয় সংবাদ সূত্র জানাচ্ছে, কাবুলের দক্ষিণ পশ্চিমে দেহ ইয়াক জেলার সাদো এলাকায় ভে'ঙে পড়ে বিমানটি। স্থানীয় সময় দুপুর ১ টা ১০ নাগাদ ভে'ঙে পড়ে ওই বিমানটি। ঘটনায় কত কি ক্ষ'য়ক্ষ'তি হয়েছে তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি।

কাবুল প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গাজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘ'টনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বি'ধ্ব'স্ত হয়। পরে বিমানটিতে আ'গুন ধরে যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের। তবে কর্তৃপক্ষ তাৎক্ষ'ণিক বিষয়টি অস্বী'কার করেছে।

যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে বলেছে, যে এলাকায় বিমানটি বিধ্ব'স্ত হওয়ার কথা বলা হচ্ছে সেটি তালেবানদের নিয়ন্ত্রণাধীন। উড়োজাহাজটিতে ৮৩ আরোহী থাকলেও হ'তাহ'তের বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি। বি'ধ্ব'স্ত হওয়ার সময় ব্যাপক বি'ষ্ফো'রণের শব্দ শোনা গেছে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

সম্প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই উড়োজাহাজটি কাবুলের দক্ষিণ-উত্তরের গজনির একটি পাহাড়ি এলাকায় বিধ্ব'স্ত হয়। তালেবান সদস্যরা ঘ'টনাস্থ'লে উপস্থিত হয়ে আ'গুন জ্বা'লিয়ে দেয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছে আরটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে