সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:৪০:১৭

মমতা ব্যানার্জীর বিরাট জয়, পশ্চিমবঙ্গে হচ্ছে না নাগরিকত্ব আইন! বিধানসভায় প্রস্তাব

মমতা ব্যানার্জীর বিরাট জয়, পশ্চিমবঙ্গে হচ্ছে না নাগরিকত্ব আইন! বিধানসভায় প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : কেরালা, পাঞ্জাব এবং রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গেও হচ্ছে না নতুন নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে আজ বিধানসভায় পাস হয়ে গেলো সিএএ এবং এনআরসি বিরো'ধী বিল। আজই রাজ্য বিধানসভায় সিএএ বিরো'ধী প্রস্তাব পেশ করেছিলেন তিনি। 

সব রাজনৈতিক দলকেই এই প্রস্তাব সমর্থনের আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস এবং সিপিএমও মমতা ব্যানার্জীর পদক্ষেপে প্রতিবাদ করেনি। বিজেপি ওয়াক আউট করে। প্রথম থেকেই সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরো'ধিতা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই নিয়ে রাজ্যের একাধিক জায়গায় মিছিল করেছেন তিনি। উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের জেলা সর্বত্র সিএএ বিরো'ধী মিছিলে শামিল হয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি সিএএ, এনআরসি এবং এনপিআর ফিরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভায় তিনি জানিয়েছিলেন, "নোটব'ন্দির বিরুদ্ধে প্রথম আমি বিরো'ধিতা করেছিলাম। আমায় অনেকে জিজ্ঞেস করেছিলেন, কী করে বুঝলাম এটা খারাপ। নোট বাতিল নিয়ে ৮টা দল আমার সঙ্গে রাষ্ট্রপতির কাছে গেল। বাকিরা গেল না। তারা যদি যেত, তাহলে নোটব'ন্দি বা'তিল হয়ে যেত। বৈঠকে যাইনি। বাকিরা গিয়েছিল। কী ভেবেছিল? মমতাকে একলা করে দেবে? আমি তো একলা চলোয় বিশ্বাসী।" 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে