আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৫টি রকে'ট হা'মলা চা'লানো হয়েছে। আ'ক্রম'ণে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসে সরাসরি আ'ঘা'ত হা'নার খবর পাওয়া গেছে। তবে কারা হা'মলা চা'লিয়েছে তা জানা যায়নি।
মার্কিন জয়েন্ট অপারেশনস কমান্ডের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একটি নদী তীরে পাঁচটি শক্তিশালী র'কেট বিধ্ব'স্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে রবিবার চা'লানো পাঁচটি র'কেটের মধ্যে তিনটি সরাসরি মার্কিন দূতাবাসে আ'ঘা'ত হা'নে। ফলে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসে সরাসরি আ'ঘা'ত হা'নার খবর পাওয়া যায়।
এএফপি সাংবাদিকরা টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু গলার আওয়াজ শুনতে পেয়েছেন, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত।