সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:৫৭:৩৪

রহস্যে ঢাকছে তালেবানি এলাকায় বিমান বিধ্ব'স্তের ঘটনা!

রহস্যে ঢাকছে তালেবানি এলাকায় বিমান বিধ্ব'স্তের ঘটনা!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় একটি যাত্রীবাহী বিমান বি'ধ্ব'স্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওই এলাকা তালেবানের শ'ক্ত অবস্থান রয়েছে। বিমান দু'র্ঘ'টনার কারণ বা হ'তাহ'তদের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সরকারি ওই কর্মকর্তা বলেছেন, বিমানটি বি'ধ্ব'স্ত হওয়ার পর যান্ত্রিক কারণে তাতে আ'গু'ন ধরে যায়। প্রথমে ওই বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানিয়েছিলেন স্থানীয় কর্মকর্তারা। কিন্তু বিমান সংস্থাটি ওই খবর না'কচ করে দিয়েছে জানিয়েছে, তাদের সবগুলো বিমানই যথাযথভাবে গন্তব্যে পৌঁছেছে।

এরপরে আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে, কোনো বেসামরিক বিমান বি'ধ্ব'স্ত হয়নি। এদিকে, তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বিবিসিকে জানিয়েছেন, তাদের বাহিনী বিমানটির অবস্থান খুঁ'জে বের করতে পারেনি।

যাত্রীবাহী বিমান বিধ্ব'স্তের ঘটনার পর রয়টার্সকে গজনি প্রদেশের দুই কর্মকর্তা জানান, বি'ধ্ব'স্ত বিমানটি একটি বিদেশি কম্পানির। গজনি প্রদেশের গভর্নর ওয়াহিদুল্লাহ কালেমজাই বলেন, বিমানের দু'র্ঘট'না কোনো আহ'ত ব্যক্তির নাম বা আহ'ত হাওয়ার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কাবুলের এক প্রবীণ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মার্কিন বা ন্যাটো বাহিনীর কোনো বিমান বি'ধ্ব'স্ত হয়নি। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গজনি প্রদেশে একটি বিমান বি'ধ্ব'স্ত হয়েছে। সরকারি সেনারা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে