গান গাইলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৯ কোটি ডলার খরচ করে আফগানিস্তানের পার্লামেন্টের নতুন ভবনটি তৈরি করে দিয়েছে ভারত। তারই উদ্বোধন করেন ভারতের নরেন্দ্র মোদি। ভারত ও আফগানিস্তানের বন্ধুত্বের প্রসঙ্গে মোদির মুখে শোনান ‘জঞ্জির’-এর গানের লাইন।
ইয়ারি হ্যায় ইমান মেরা, ইয়ার মেরি জিন্দেগি! ‘জঞ্জির’-এ মান্না দে’র (প্রাণ অভিনীত শের খান চরিত্রের মুখে) গাওয়া গানের কলিই আফগানিস্তানের পার্লামেন্টে শোনালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারত-আফগানিস্তানের বন্ধুত্বের প্রমাণ দিতে কখনো বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র গল্প, কখনো মহাভারতের গান্ধারীর কথা।
প্রায় ৯ কোটি ডলার খরচ করে আফগানিস্তানের পার্লামেন্টের নতুন ভবন উদ্বোধন করেন মোদিগ। ভারত এবং আফগানিস্তানের পুরনো বন্ধুত্বের প্রসঙ্গেই শোনান ‘জঞ্জির’-এর গানের লাইন। জানান, আফগানদের বন্ধু হিসেবে দেখে ভারত।
দু’দেশের বাণিজ্যিক লেনদেনের কথা বলতে গিয়ে মোদি উল্লেখ করেন রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’র কথা। জানান, তিনি চান, দু’দেশের মধ্যে যাতায়াত আরো বৃদ্ধি পাক। যাতে ভবিষ্যতেও ভারতে এসে কাবুলিওয়ালারা হৃদয় জয় করতে পারেন।
আফগান কবি রুমির প্রতি ভারতবাসীর শ্রদ্ধা এবং আফগানিস্তানে বৌদ্ধ স্থাপত্যকীর্তি দু’দেশের শিল্প-সংস্কৃতির নিবিড় যোগের উদাহরণ বলেই আজ মন্তব্য করেন মোদি।
মনে করিয়ে দেন, মহাভারতের গান্ধারী ছিলেন আফগানিস্তানের গান্ধার রাজ্যের রাজকন্যা! পার্লামেন্টের সদস্যদের হাততালির তোড়ে মাঝেমধ্যেই বক্তৃতা থামাতে হচ্ছিল তাকে।
মস্কো থেকে গত ভোররাতে কাবুলে পৌঁছেন মোদি। তিনি বিমানবন্দরে নামার পর বিদেশমন্ত্রীর মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে লেখেন, ‘রাশিয়া থেকে আফগানিস্তান। ভোররাতে কাবুলে পৌঁছে আরেক দোস্তের সঙ্গে দিন শুরু হলো’। এরপর প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন মোদি।
সন্ত্রাসের আঁতুড়ঘর বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন মোদিগ। বলেন, কেউ কেউ চান না, আমি এখানে আসি। এখানে আমাদের উপস্থিতি নিয়ে তারা প্রশ্ন তুলবেন। কিন্তু আমরা এখানে এসেছি। কারণ আপনারা আমাদের ওপর আস্থা রেখেছেন। যদিও এর পরই কাবুল থেকে আচমকাই পাকিস্তানে যান তিনি।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�