মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০২:২৬:৩০

মসজিদে প্রবেশ করে কুরআনের পান্ডুলিপি ছিঁ'ড়ে ফেলেছে স'ন্ত্রা'সীরা

মসজিদে প্রবেশ করে কুরআনের পান্ডুলিপি ছিঁ'ড়ে ফেলেছে স'ন্ত্রা'সীরা

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদ মুসলমানদের ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে, সেই সপ্তম শতাব্দির সাদাসিধে খোলা প্রাঙ্গনবিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটলেও প্রায়ই মসজিদে হা'মলা'র খবর শোনা যায়। তারই ধারাবাহিকতায় এবার সুইডেনের একটি মসজিদে হা'ম'লার ঘটনা ঘটেছে।

সোমবার ( ২৭ জানুয়ারি) সুইডেনের গোথেনবার্গ শহরের মোল্ডাল হাসপাতাল সংলগ্ন মসজিদটিতে বর্ণবাদী হা'ম'লা চা'লিয়েছে অজ্ঞা'ত স'ন্ত্রা'সীরা।

এই বিষয়ে মাইকেল ইউকসেল নামের সুইডেনের এক কর্মকর্তা আনাদুলুকে জানান, কয়েকজন অজ্ঞা'ত স'ন্ত্রা'সী মসজিদে প্রবেশ করে কুরআনের পান্ডুলিপি ছিঁ'ড়ে ফেলেছে এবং মসজিদের দেয়ালে ইসলাম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অ'শো'ভন কিছু কথাবার্তা লিখে রেখেছে।

এদিকে, হা'মলা'র ঘটনার পরপরই সুইডিশ পুলিশ মসজিদে উপস্থিত হন এবং খুব শিগগির স'ন্ত্রা'সীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে