মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৫২:১৭

করোনাভাইরাসে'র ঝুঁ'কিতে রয়েছে ১০ লাখ ব'ন্দি উইঘুর মুসলিম!

করোনাভাইরাসে'র ঝুঁ'কিতে রয়েছে ১০ লাখ ব'ন্দি উইঘুর মুসলিম!

আন্তর্জাতিক ডেস্ক: বৃত্তিমূলক প্রশিক্ষণের নামে এই অঞ্চলটিতে ১০ লাখ উইঘুর মুসলমানকে ব'ন্দি করে রেখেছে চীন সরকার। ইতিমধ্যে উইঘুরে পৌঁছে গেছে করোনাভাইরা'স। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ৪৭ বছর বয়সী লি ও ৫২ বছর বয়সী গিউ নামের দুই ব্যক্তি জিনজিয়াংয়ে করোনাভাইরা'সে আ’ক্রা'ন্ত হয়েছেন।

ওই দুই ব্যক্তি হুবাইয়ের রাজধানী উহানে ভ্রমণে গিয়েছিলেন। গত ১০ জানুয়ারি উহানে প্রথম এই রোগ ধ'রা পড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালও বলছেন, জিনজিয়াংয়ে এই ভাইরা'স ছ'ড়িয়ে পড়েছে।

এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদি সেখানে এই রোগের উপদ্র'ব ঘটে, তবে আ’ট'ক ১০ লাখ উইঘুর মুসলমান সবচেয়ে বেশি ঝুঁ’কিতে পড়ে যাবেন।

তাদের আট'কে রাখার এসব ক্যাম্পের পরিবেশ প্রচ'ণ্ড নোংরা। অবকাঠামো ব্যবস্থাও ভালো না। ডিট্নেশন সেন্টারগুলোতে ঠা'সাঠা'সি করে ব’ন্দি রাখা হয়েছে এসব মুসলমানকে।

যদি উহানের এই ভাইরা'স জিনজিয়াংয়ে ছড়ায়, তবে ব'ন্দিদের ওপর তার মারা'ত্ম'ক প্র'ভাব পড়বে। বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি দুলকুন ইসা বলেন, লাখ লাখ লোকের জীবন ঝুঁ’কিতে পড়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে