আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বি’তর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা’তিলের দাবিতে উত্ত’প্ত ভারত। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা প্র'তিবাদ মি'ছিল করেছেন। এই ইস্যুতে অনেকেই আবার অমিত শাহর বি’রু'দ্ধে সরব হয়েছিলেন। আর এবার অমিত শাহকে নিয়ে বি'রূপ মন্ত'ব্য করেছেন বলিউডের সেরা সিনেমা পরিচালক অনুরাগ কাশ্যপ।
তিনি সোমবার রাতে একটি টুইট করেন, তাতে লেখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতো ভীতু! নিজের পুলিশ, নিজের গু’ণ্ডা, নিজের সেনা থাকা সত্ত্বেও নিজেরই নিরাপত্তা বা'ড়ায়। আর এদিকে যারা প্র'তিবা'দ করছেন, তাদের ওপর আ'ক্র’মণ করাচ্ছেন। যদি নোং'রামো আর নিচু মা'নসিকতার সব সী'মা কেউ ছা'ড়িয়েছে, যে হলো অমিত শাহ। ইতিহাস এই জানোয়ারটার গায়ে থুতু ছেটাবে।
পরিচালকের এই টুইট মুহূর্তের মধ্যে ভাই'রাল হয়ে গেছে। নি’ন্দার ঝ'ড়ও উঠেছে। এর আগেও মোদি-শাহের সমা'লোচনা করে তীব্র ক’টাক্ষ করেছেন তিনি।