মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:০১:২৩

লিবিয়ায় সব পক্ষকে শান্তি বজায় রাখতে বললেন এরদোগান

লিবিয়ায় সব পক্ষকে শান্তি বজায় রাখতে বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ক্ষ'মতাশালী জেনারেল খলিফা হাফতার ও জাতিসংঘ সমর্থিত গভমেন্ট অব ন্যাশনাল অ্যা'কর্ডকে (জিএনএ) গৃহযু'দ্ধ ব'ন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দেয়া রো'ডম্যাপ অনুসারে চলার আহ্বান জানিয়েছেন। সোমবার আলজেরিয়া থেকে গাম্বিয়া যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এরদোগান জানান, জাতিসংঘের ঘোষিত যু'দ্ধবি'রতির নি'র্দে'শ অমা'ন্য করে জেনারেল খলিফা হাফতার এখনও হা'ম'লা চালাচ্ছে প্রতিপক্ষের ওপর। লিবিয়ায় কিছু তুর্কি সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। আলোচনার অন্য পক্ষগুলো চুক্তি মেনে চললে তিনিও মেনে চলবেন। তিনি সেনা পাঠাবে না। গৃহযু'দ্ধের শা'ন্তিপূর্ণ সমাধানে নিজেরা জাতিসংঘ অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা মেনে চলার অ'ঙ্গী'কার করেছেন।

লিবিয়া ইস্যুতে রোববার জার্মানির বার্লিনে শান্তি সম্মেলনে ত্রিপোলির বিব'দমান দু'পক্ষের উপ'স্থিতিতে বিশ্বনেতারা এ অ'ঙ্গী'কার করেন। লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছেন বিশ্বনেতারা। গৃহযু'দ্ধে অ'বৈ'ধ বিদেশি হ'স্তক্ষে'পের ইতিটানার প্রতিশ্রু'তি দিয়েছেন। প্রতিশ্রু'তি বাস্তবায়নে যু'দ্ধরত পক্ষগুলোর ওপর অ'স্ত্র ক্র'য়ে নি'ষে'ধা'জ্ঞা আ'রো'প করার কথা বলেছেন তারা। এ ব্যাপারে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে তুরস্ক, রাশিয়া ও ফ্রান্স। 

লিবিয়ার শান্তি ফেরাতে রোববার জার্মানির বার্লিনে আন্তর্জাতিক লিবিয়া সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রধান উদ্যোক্তা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। লিবিয়ার যু'দ্ধরত দুই পক্ষসহ এতে যোগ দেয় ১০টি দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বার্লিনের চ্যান্সেলর ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্দেশ্য ছিল– বি'ব'দমান পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন থেকে যে হা'নাহা'নি ও গৃ'হযু'দ্ধ চলেছে, তার অ'বসা'ন ঘটানো। সূত্র : ডেইলি সাবাহ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে