শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৩:১১

ঘুমন্ত সন্তান অপহরণ, চলন্ত গাড়িতে ঝুলে রক্ষা করলেন বাবা

ঘুমন্ত সন্তান অপহরণ, চলন্ত গাড়িতে ঝুলে রক্ষা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সন্তান বলে কথা, জীবন বাজি রেখে সন্তানকে রক্ষা করলেন বাবা। প্রায় দু’কিলোমিটার ধরে চলন্ত গাড়িতে ঝুলে অপহরণকারীদের কবল থেকে রোহিতকে উদ্ধার করেন বাবা সুরেশ। শনিবার ইবেলার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। সান্তা ক্লজ নয়, ক্রিসমাসের ভোরে বাবার কাছ থেকেই সেরা উপহার পেল ছোট্ট রোহিত। কোয়ম্বত্তূর থেকে কিছু দূরে নরসিংহনাইকেনপালয়মে রাস্তার ধারেই থাকেন সুরেশরা। আদতে মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা সুরেশ ছুরি-কাস্তে তৈরি ও বিক্রি করেন। আজ ভোর ৫টার দিকে ঘুমন্ত রোহিতকে একটি গাড়িতে তুলে পালায় তিন অপহরণকারী। গাড়ির আওয়াজ শুনে সুরেশের ঘুম ভেঙে গেলে তিনি দুষ্কৃতদের তাড়া করেন। তাদের কাছে পৌঁছনোর আগেই গাড়ি চলতে শুরু করে। তাতে অবশ্য হাল ছাড়েননি সুরেশ। গাড়ির জানলা দিয়ে হাত ঢুকিয়ে চালকের ঘাড় চেপে ধরেন এবং ঝুলতে থাকেন। সেই সময়ই গাড়ির ভেতর থেকে সুরেশের গায়ে এলোপাথাড়ি ছুরির কোপ দেয় এক দুষ্কৃতকারী। প্রায় দু’কিলোমিটার রাস্তা এভাবে পেরনোর পর দুই মোটরবাইকচালক নন্দকুমার এবং নন্দু রক্তাক্ত সুরেশকে গাড়ি থেকে ঝুলে থাকতে দেখেন। বিপদ আঁচ করে গাড়ির পিছু ধাওয়া করে দুষ্কৃতীদের ধরে ফেলেন তারা। উদ্ধার করা হয় এক বছরের রোহিতকে। স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তিনজন অপহরণকারীর মধ্যে এক মহিলাও রয়েছে। তার মহিলার নাম পুঙ্গোডি। বাকি দু’জন সিরাজ মহিদীন এবং মোহাম্মদ আলি। সুরেশকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে