মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪:১৫

এবার ভারতের স্কুলে নাগরিকত্ব আইন বিরো'ধী নাটক

এবার ভারতের স্কুলে নাগরিকত্ব আইন বিরো'ধী নাটক

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন এবং এনআরসি'র বি'রু'দ্ধে স্কুলে পড়ুয়ারা নাটক করানো এবং অনুষ্ঠানের পর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলো'ড করায় এ বার রাষ্ট্রদ্রো'হের অভিযো'গ তোলা হল ভারতের কর্নাটকের একটি স্কুলের বি'রু'দ্ধে। অভিযো'গ দায়ের করা হয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

রোববার কর্নাটকের বিদারে অবস্থিত শাহিন এডুকেশন ইনস্টিটিউটের ঘটনা। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে নরেন্দ্র মোদি সরকারের ভাবমূর্তি ন'ষ্ট করা এবং সিএএ-এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানোর অভিযোগে এফআইআর দায়ের হয়েছে মোহাম্মদ ইউসুফ রহিম নামে স্থানীয় এক ব্যক্তির বি'রু'দ্ধে। অভিযো'গ করেছেন নিলেশ রক্সায়াল নামে এক সমাজকর্মী।

ওই সমাজকর্মী কর্নাটক পুলিশের কাছে অভিযোগ করেছেন, রবিবার ওই স্কুলে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে একটি নাটক করানো হয়। তার বিষয়বস্তু ছিল সিএএ এবং এনআরসি বিরো'ধী। এই নাটকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি খুব খারাপভাবে দেখানো হয়েছে এবং এমন একটা বার্তা দেওয়া হয়েছে সমাজকে যার অর্থ, সিএএ এবং এনআরসি লা'গু হলে কেবলমাত্র একটি নির্দিষ্ট কমিউনিটির লোকেদের দেশছাড়া হতে হবে, যা সম্পূর্ণ ভুল। 

এমনকি তিনি অভিযোগে আরও জানান, এই অনুষ্ঠানের পর মোহাম্মদ ইউসুফ নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। তার অভিযোগের ভিত্তিতেই স্কুল এবং মোহাম্মদ নামে ওই ব্যক্তির বি'রু'দ্ধে এফআইআর করে পুলিশ। রাষ্ট্রদ্রো'হ, শান্তি-শৃঙ্খলা ভ'ঙ্গ, সাম্প্রদায়িক বি'দ্বে'ষ প্রচারের মতো অভিযোগ আনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে