বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৪:৪৪

বিজেপির ‘বিপ'জ্জনক রাষ্ট্রদ্রো'হী’ তকমা দেওয়া মুসলিম নেতা শার্জিলকে গ্রেফতার করেছে পুলিশ

বিজেপির ‘বিপ'জ্জনক রাষ্ট্রদ্রো'হী’ তকমা দেওয়া মুসলিম নেতা শার্জিলকে গ্রেফতার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরো'ধিতায় বিক্ষো'ভ সংগঠিত করায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এর আগে তার করা বিভিন্ন মন্তব্যকে রাষ্ট্রদ্রো'হী বলে আখ্যায়িত করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক অবস্থান কর্মসূচি আয়োজনে সহায়তা করে দেশজুড়ে পরিচিতি অর্জন করেন শার্জিল ইমাম নামের ওই শিক্ষার্থী। গত এক মাসেরও বেশি সময় ধরে সারা ভারতে বহু বিক্ষো'ভ, সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আসাম অঞ্চলকে সারাদেশ থেকে বি'চ্ছিন্ন করার ডাক দিয়ে বি'পাকে পড়েছেন ৩১ বছর বয়সী ইতিহাসের এই শিক্ষার্থী।

বিজেপির মুখপাত্র সামবিত পাত্রা তার মন্তব্যকে প্রকাশ্য জিহাদ বলে বর্ণনা করেন। জাতীয় গণমাধ্যম ও ৮ ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচিতে শার্জিল ইমামকে বিপ'জ্জনক রাষ্ট্রদ্রো'হী বলে চিত্রিত করতে চলেছে মোদি সরকার।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাকি দেশকে সংযুক্ত করে রেখেছে মাত্র ২২ কিলোমিটার লম্বা একফালি সরু ভূখ'ন্ড, যাকে ডাকা হয় ভারতের 'চিকেনস নেক' (মুরগির ঘাড়) বা 'শিলিগুড়ি করিডর' নামে। ভারতের মানচিত্রে জায়গাটিকে সরু, বাঁকানো গলার মতো দেখায় বলেই অমন অদ্ভুত নাম। সেই 'ঘাড়' মটকে দিয়ে মুসলিমদের উচিত উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশ থেকে বি'চ্ছি'ন্ন করে ফেলা, জনসভায় এই আহ্বান জানিয়ে তী'ব্র আ'ক্র'মণের মুখে পড়েছেন শার্জিল ইমাম নামে এক তরুণ ছাত্র নেতা।

"আসাম ও উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশ থেকে বি'চ্ছি'ন্ন করে দিতে পারলে তবেই সরকার প্রতিবা'দকারীদের কথা শুনতে বা'ধ্য হবে", এই মন্তব্য করার পর শার্জিল ইমামের বি'রু'দ্ধে ভারতের অন্তত পাঁচটি রাজ্যে দেশদ্রো'হের মামলা দায়ের হয়েছে। শার্জিল ইমাম নামে জহরলাল নেহরু ইউনিভার্সিটি (জেএনইউ) ও মুম্বাই আইআইটি-র ওই সাবেক ছাত্রের বিহারের বাড়িতেও গত রাতে পুলিশ হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে