বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৪২:২৬

মাত্র দুই দিনে করোনাভাইরা'সের চিকিৎসায় হাসপাতাল বা'নিয়ে ফে'লল চীন!

মাত্র দুই দিনে করোনাভাইরা'সের চিকিৎসায় হাসপাতাল বা'নিয়ে ফে'লল চীন!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে বে'ড়েই চলেছে মর'ণঘা'তী করোনাভাইরা'সের প্র'কোপ। এরই মধ্যে এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে চীনে প্রা'ণ গে'ছে অন্তত ১৩২ জনের। আ'ক্রা'ন্ত হয়েছে প্রায় ছয় হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল হে'ল্থ কমি'শন।

এদিকে, করোনাভাই'সের প্র'কো'প বাড়'তে থাকায় আগেই হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল চীন। সে অনুযায়ী রাতারাতি হাসপাতাল তৈরির কাজও শেষ করে ফে'লেছে তারা। একটি খালি ভবনে দুই দিন টানা কাজ করে এক হাজার শয্যাবিশিষ্ট একটি মেডিকেল সেন্টারে রূ'পান্ত'র করা হয়েছে।

উহান শহরের কাছেই অবস্থিত ওই হাসপাতালটি চালু করা হয়েছে। করোনা'ভাইরা'সে আ'ক্রা'ন্ত রোগীদের ডেবি মাউ'ন্টেন রিজি'ওনাল মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হবে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই কাজে সহযোগিতা করায় লোকজনকে ধন্যবাদ জানিয়েছে। 

এক বিবৃতিতে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টার দীর্ঘ পরিশ্রমে এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে। নি'র্মাণ সংস্থা, ইউটি'লিটি কোম্পানি এবং আধাসামরিক পুলিশ কর্মকর্তারা যৌথভাবে এই কাজে সহায়তা করায় তাদের ধন্যবাদ। সূত্র: ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে