বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫৮:৪১

পাকিস্তান শত্রু নয়; দিল্লিতে নাগরিকত্ব আইন বিরো'ধী মিছিলে সমাজকর্মীরা

পাকিস্তান শত্রু নয়; দিল্লিতে নাগরিকত্ব আইন বিরো'ধী মিছিলে সমাজকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান কোনও শ'ত্রু দেশ নয় এবং ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী একইরকম। বুধবার দিল্লির যন্তরমন্তরে নয়া নাগরিকত্ব আইন বিষয়ক এক সমাবেশে বিত'র্কিত মন্তব্য করেন সমাজকর্মী তথা চলচ্চিত্রনির্মাতা তপন বোস। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের শাসকশ্রেণিও একইরকম। উভয়ের মধ্যে পার্থক্য নেই বললেই চলে।

তপন বোস বলেন, পাকিস্তান শত্রু নয়। পাকিস্তানের সেনাবাহিনী আর ভারতের সেনাবাহিনী উভয়েই সমান। উভয় সেনাবাহিনীই তাদের জনগণকে হ'ত্যা করে। তাদের মধ্যে কোনও তফাত নেই। আর দুই দেশের সরকারই একই মান'সিকতা নিয়ে চলছে। বুধবার শাহিনবাগের প্রতিবা'দকারীদের মধ্যে শতা'ধিক মহিলা বিক্ষো'ভ সমাবেশ থেকে যন্তরমন্তরের দিকে যাত্রা করেন। 

তপন বোসও এই প্রতিবাদের অংশ ছিলেন। এদিন মোদির সরকারের এই আইন নিয়ে সরব হন তপন বোস। তিনি বলেন, বিজেপি সরকার এবং আরএসএস ভ'য় পেয়েছে। যারা শাহিনবাগ এবং আলিগড়ে বসে আছেন তারা সংবিধানের কথা বলছেন। বি'ত'র্কিত আইনের বি'রু'দ্ধে সারা দেশে বিক্ষো'ভ চলছে।

নাগরিকত্ব সংশো'ধনী আইন অনুসারে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত সেখানে ধর্মীয় নি'র্যা'তনের পরে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্ব পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে