বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:৪৪:৩২

আগামী এক সপ্তাহে সর্বোচ্চে পৌঁছাবে করোনা ভাই'রাসের আক্র'মণ!

আগামী এক সপ্তাহে সর্বোচ্চে পৌঁছাবে করোনা ভাই'রাসের আক্র'মণ!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মহা'মারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাই'রাসের আ'ক্র'মণ আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই সর্বোচ্চে পৌঁছাবে। এমনটাই মত দিয়েছেন চীনের প্রখ্যাত সং'ক্রা'মক বিশেষজ্ঞ ঝং নানশন। ২৮ জানুয়ারি, মঙ্গলবার দেশটির সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ মত দেন তিনি।

ঝং বলেন, করোনা ভাই'রাসের সং'ক্র'মণ কখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সেটা অনুমান করা দু'ষ্কর। তবে আমি মনে করি আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই এই ভাই'রাসটির সংক্র'মণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এই অবস্থানে যাওয়ার পর ভাই'রাসটি আর এতটা দ্রু'ত সং'ক্র'মিত হবে না।

চীনে করোনা ভাই'রাস প্রতিরো'ধ ও নিয়ন্ত্রণের জন্য গঠিত সরকারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনরত ঝং বলেন, এই ভাই'রাসের প্রা'দু'র্ভাব দুই উপায়ে রো'ধ করা সম্ভব। প্রথমত শুরুতেই শনা'ক্ত করা এবং আ'ক্রা'ন্তকে আলাদা করে ফেলা। এগুলোই সবচেয়ে কার্যকর উপায়। জ্বর, সর্দি, কাশিই করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার প্রাথমিক লক্ষণ বলেও এসময় জানান তিনি।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা ভাই'রাসে চীনে ৮৮১৫ জন আ'ক্রা'ন্ত হয়েছে। আর বিশ্বব্যাপী এই ভাই'রাস ধরা পড়েছে প্রায় ৯ হাজার জনের দেহে। এখন পর্যন্ত ১৩৬ জনের মৃ'ত্যু হয়েছে। চীনের ২৯টি প্রদেশ সহ আরো ১৭টি দেশে এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত রোগী পাওয়া গেছে। থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ান, হংকং ও ম্যাকাওতে এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে