বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:৫২:২৫

সাগরে তলদেশে আ'ঘা'ত হেনেছে ভ'য়াব'হ ভূমিকম্প, ধে'য়ে আসছে সুনামি!

সাগরে তলদেশে আ'ঘা'ত হেনেছে ভ'য়াব'হ ভূমিকম্প, ধে'য়ে আসছে সুনামি!

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার দক্ষিণাঞ্চলীয় সাগরে মঙ্গলবার একটি ভ'য়াব'হ ভূমিকম্প আ'ঘা'ত হেনেছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হ'তাহ'ত বা ক্ষ'য়ক্ষতি'র খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর কিউবা, জ্যামাইকা ও কেমান দ্বীপপুঞ্জে সুনামি আ'ঘা'ত হা'নতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে কিউবার দক্ষিণ অংশে অবিস্থিত সাগরে ভূমিকম্পটি আ'ঘা'ত হা'নে। ভূমিকম্পে একযোগে কেঁ'পে উঠেছিলো ক্যারিবিয়ান অঞ্চলের তিন দেশ কিউবা, জ্যামাইকা ও কেমান দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৭। আর ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল।

ভূমিকম্পের পরপরই একসঙ্গে ওই তিন দেশে সুনামি সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক সুনামি ইনফরমেশন সেন্টার। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই ভূমিকম্পের প্রভাবে জ্যামাইকা, কিউবা ও কেমান দ্বীপপুঞ্জের উপকূলে আঘা'ত হা'নতে পারে সুনামির বিশাল আকারের ঢেউ।

এই সতর্কতা পাওয়ার পর সাইমান দ্বীপপুঞ্জের সরকার এক টুইটার বার্তায় উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে