আইএসের জন্য অর্থ তুলেতে গিয়ে আটক পাক নারী
আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন আইএসকে আর্থিক ভাবে সহযোগিতা করছে পাকিস্তানের নারীরা। এই অভিযোগ অনেকদিন আগ থেকে করে আসছে পাকিস্তানেরই পুলিশ কর্মকর্তা রাজা উমর খাত্তাব। আইএস জঙ্গিদের জন্য স্ত্রী এবং অর্থ সংগ্রহ করার কাজে যুক্ত থাকার অভিযোগে ছয় নারীকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। তাদের এই কাজে মূল টার্গেট হিসাবে ছিল অধ্যাপক, বড় ব্যবসায়ীদের স্ত্রী কিংবা কলেজ ছাত্রীরা। তাদের কাছে আইএস জঙ্গি সংগঠনের জেহাদি আদর্শের কথা বলে সংগঠিত করার দায়িত্বও ছিল ওই মহিলাদের উপর। বেশ কয়েকমাস ধরেই গোয়েন্দারা তাদের উপর নজর রাখছিল। শেষমেশ গ্রেফতার করা হয় তাদের। ইতিমধ্যে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হার্ডডিক্স, ল্যাপটপ সহ বেশ কয়েকটি ডিভাইস। সেখান থেকে বেশকিছু নাম এবং বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। তার থেকে মনে করা হচ্ছে, আইএস জঙ্গিদের স্ত্রী নিয়োগ করার প্রক্রিয়াও চালাত তারা। করাচির বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ধর্মীয় স্থান গঠনের নাম করে জনসাধারণের থেকে টাকা তুলে তা সন্ত্রাসী সংগঠনের কাছে পৌঁছে দিত।
২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�