বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪:৩৪

মার্কিনিরা পৃ’থিবীর কোথাও সু’রক্ষিত জায়গা পাবে না: হু’মকি ইরানের

মার্কিনিরা পৃ’থিবীর কোথাও সু’রক্ষিত জায়গা পাবে না: হু’মকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অ'স্থি'রতা দেখা দিয়েছে।

এমতাবস্তায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকদিন ধরে ইরানের কমান্ডারদের হ'ত্যা'র হুম'কি দিয়ে আসছে। এমন হু'মকি চলতে থাকলে ইরান তার জবাব দেবে বলে হুঁ'শিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি।

আইআরজিসির এই কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জেনে রাখা উচিত যে- তারা ইরানি কমান্ডারদের হ'ত্যার হু'মকি দিলে তাদের কোনো কমান্ডারই নিরাপদে থাকতে পারবে না। পৃথিবীর কোথাও সুরক্ষিত জায়গা পাবে না তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে