আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরু'দ্ধে মার্কিন আ'গ্রাসনের জন্য দুঃ'খ প্রকাশ ও ক্ষ'মা চেয়ে আমেরিকার একটি শান্তিবাদী সংগঠন ইরানি জনগণের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে। চিঠিতে আমেরিকার অন্তত ১০ হাজার মানুষ সই করেছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ড'জ্ঞা'নহী'ন ও বর্ব'র সিদ্ধান্ত নিয়েছেন ‘কোড পিঙ্ক’ নামের সংগঠন মূলত তার জন্যই দুঃ'খ প্রকাশ করেছে।
চিঠিতে সংগঠনটি বলেছে, “আমেরিকার জনগণ যেহেতু সব মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কা'ণ্ডজ্ঞা'নহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষ'মা চাইছি।”